Follow the stories of academics and their research expeditions
দেখতে দেখতে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়ে গেল এইচএসসি পরীক্ষা ২০২২। উচ্চতর গণিত পরীক্ষার আগে চিন্তামুক্ত থাকতে অনুসরণ করতে পারো এই টিপসগুলোঃ
যে কাজগুলো করবেঃ
১. টেক্সটবুক থেকে টাইপভিত্তিক ম্যাথ সলভগুলো দেখে নাও শুরুতেই।
এটা তোমাকে পরিকল্পনামাফিক অগ্রসর হতে সাহায্য করবে। যে অধ্যায়গুলো থেকে উত্তর দিতে চাও, সেগুলোর
প্রস্তুতির উপর নিজের সেরাটা দাও।
২. প্রত্যেক অধ্যায়ের সূত্রগুলোর আলাদা একটা নোটবুক করে লিখে রাখো।
পরীক্ষার আগের মুহূর্তে স্বল্প সময়ে রিভিশন করতে এটা বেশ কাজে আসবে।
৩. বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে সম্যক ধারণা নাও। কোন কোন
অধ্যায় থেকে কী কী টাইপের ম্যাথগুলো আসছে সেগুলো এক নজরে দেখে নাও।
৪. পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেসব অধ্যায় আছে, সেগুলোর একটা
জিস্ট রেডি করো।
৫. যেসব ম্যাথ সমাধান করতে আটকে যাচ্ছো, সেগুলো ২/৩ বার করে সলভ
করার চেষ্টা কর। যে লাইনগুলোতে সমস্যা হচ্ছে বা বিভিন্ন জায়গায় মডেল টেস্ট দিয়ে যে
সমস্যাগুলোর সম্মুখীন হয়েছো, সেই লাইনগুলো বা সেই ম্যাথগুলো অন্য একটা কালি দিয়ে
চিহ্নিত করে রাখো, যাতে পরবর্তীতে রিভিশনের সময় তোমার সেই দুর্বলতাকে শক্তিতে
পরিণত করতে পারো।
৬. যত দ্রুত সম্ভব প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। যাতে পরবর্তীতে
চাপে পড়তে না হয়। রিভিশনের কোন বিকল্প নেই। আগে যত ভালোভাবেই পড়ে রাখো না কেন,
পরীক্ষার আগের রিভিশনটা অনেক গুরুত্বপূর্ণ। যে যত বেশি সূত্র, ম্যাথ সলভ করার
এপ্রোচ রিভিশন করতে পারবে, তার পরীক্ষাও তত ভালো হবে।
যে কাজগুলো করবে নাঃ
১. কোন অবস্থাতেই অযথা টেনশন নেওয়া যাবে না বা প্যানিক হওয়া যাবে
না।
২. যেসব অধ্যায় আগে পড়া হয়নি সেগুলোকে নিয়ে পরীক্ষার আগে মানসিক চাপ নেওয়ার কোন
মানেই হয় না!
৩. অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় তথ্য এড়িয়ে যাও। বোর্ড প্রদত্ত
পাঠ্যসূচি অনুসারে প্রস্তুতি নাও।
৪. কোন গাণিতিক সমস্যা ভুলেও মুখস্থ করার চেষ্টা করবে না। প্রসেস
না বুঝলে প্রয়োজনে কারো থেকে সাহায্য নিতে পারো।
৫. টেস্ট পেপারের চেয়েও মূল বইতে বেশি সময় দাও। শুধু বিগত বছরের
বোর্ড প্রশ্নের উপর ভরসা করে পরীক্ষা দিতে যেয়ো না। একটা অধ্যায় শেষ করে প্রশ্ন
প্যাটার্নের আইডিয়া নেওয়ার জন্য দেখতে পারো।
৬. একদিনে সব পড়তে যাওয়ার প্রয়োজন নেই। টাইম স্লট ভাগ করে নাও।
প্রতিদিন সকালে উঠে চেকলিস্ট তৈরি কর কখন কোন অধ্যায় এর গাণিতিক সমস্যাগুলো সমাধান
করবে। প্রতিটা শেষ হওয়ার পরপরই চিহ্নিত করে ফেলবে লিস্ট-এ। রাতে ঘুমাতে যাওয়ার আগে
সেটা একবার দেখে নাও। এতে করে তোমার আত্মবিশ্বাস বাড়বে।
পরীক্ষার আগের রাতে ঠিকঠাক ঘুমানোটা অনেক গুরুত্বপূর্ণ। সকালে
ভোরবেলা উঠে প্রস্তুতি শুরু কর। পরীক্ষার দিন সকালে নোট করে রাখা সূত্রগুলো রিভিশন
করে নাও। পরীক্ষার হলে কী কী নিয়ে যেতে হবে সেটার আগেই একটা লিস্ট রেডি করে রাখো।
পরীক্ষার আগে সেই লিস্টটার সাথে একবার মিলিয়ে নাও সব ঠিকঠাক নিয়ে যাচ্ছো কীনা।
নিজের প্রতি বিশ্বাস তৈরি কর, অবশ্যই তুমি ম্যাথ এর ভয়কে জয় করে এ+
নিয়ে আসবে। আর জানোই তো, “বিজয়ীরা ভিন্ন কিছু করে না, তারা একই কাজ ভিন্নভাবে
করে!”
ই-পেপার লিংকঃ আজকের পত্রিকা, ০৮ নভেম্বর ২০২২
আলভি আহমেদ, সহ-প্রতিষ্ঠাতা, ম্যাথট্রনিক্স
Mon, 09 Jan 2023
Mon, 09 Jan 2023
Leave a comment