Follow the stories of academics and their research expeditions
এইচএসসি
পরীক্ষার পরেই শুরু হয় এডমিশন টেস্ট এর প্রস্তুতি। অনেক ইঞ্জিনিয়ারিং টার্গেট
নেওয়া শিক্ষার্থীরই জানার আগ্রহ থাকে বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলোতে কী কী পড়ানো হয়।
এই ব্যাপারে সম্যক ধারণা থাকলে, কোন বিষয় নিয়ে পড়লে প্যাশনের সাথে মিল পাওয়া যাবে
সেটা নির্ধারণ করা সহজ হয়ে যায়। ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়া অনেক শিক্ষার্থীরই
পছন্দের বিষয়গুলোতে অগ্রাধিকার থাকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
(ইইই)। চলো জেনে নেওয়া যাক, ইইই ১ম সেমিস্টারে যে কোর্সগুলো পড়ানো হয়ঃ
১. ইলেকট্রিক্যাল
সার্কিট-১
এই কোর্সে
বিভিন্ন ধরণের ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি যেমন ডিসি এবং এসি, সার্কিট সমাধানের
টেকনিকসমূহ, নেটওয়ার্ক থিওরেম এবং ম্যাগনেটিক সার্কিট এর প্রয়োগ সম্পর্কে ধারণা
পাওয়া যায়।
২. ইলেকট্রিক্যাল সার্কিট-১ ল্যাব
কোর্স
ইলেকট্রিক্যাল সার্কিট-১ কোর্স এর
উপর ভিত্তি করে ল্যাব এক্সপেরিমেন্টগুলো করানো হয়। এক্সপেরিমেন্ট ছাড়াও ল্যাব
পারফরম্যান্স টেস্ট, কুইজ, ভাইভা, ল্যাব রিপোর্ট এর উপরেও গ্রেডিং করা হয়।
৩. কম্পিউটার প্রোগ্রামিং এন্ড
নিউমেরিক্যাল অ্যানালাইসিস
এই কোর্সটি কম্পিউটার হার্ডওয়্যার
নিয়ে শুরু হয়। এরপর পর্যায়ক্রমে সি প্রোগ্রামিং ভাষা, অবজেক্ট ওরিয়েন্টেড
প্রোগ্রামিং শেখানো হয়। এছাড়াও এই কোর্সে বিভিন্ন ধরণের নিউমেরিক্যাল মেথড
সম্পর্কে বিস্তারিত শেখানো হয়।
৪. কম্পিউটার
প্রোগ্রামিং এন্ড নিউমেরিক্যাল অ্যানালাইসিস ল্যাব কোর্স
কম্পিউটার প্রোগ্রামিং এন্ড
নিউমেরিক্যাল অ্যানালাইসিস কোর্স এর উপর ভিত্তি করে ল্যাব এক্সপেরিমেন্টগুলো করানো
হয়। এক্সপেরিমেন্ট ছাড়াও ল্যাব পারফরম্যান্স টেস্ট, কুইজ, ভাইভা, ল্যাব রিপোর্ট এর
উপরেও গ্রেডিং করা হয়।
৫. টেকনিক্যাল ইংলিশ
এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে
শিক্ষার্থীদের ত্রুটিমুক্ত ইংরেজি লেখা শেখানো। এর মাধ্যমে শিক্ষার্থীদের কার্যকরী
এবং দ্রুত পড়ার দক্ষতা বৃদ্ধি পায়। এছাড়াও ইংরেজিতে কথা বলা, সঠিক উচ্চারণ ও
ধ্বনিতত্ত্বসহ সম্পর্কেও সম্যক ধারণা পাবে।
৬. ক্যালকুলাস, ভেক্টর ও টেন্সর
এনালাইসিস
এই কোর্সটিতে মূলত ডিফারেন্সিয়াল এবং
ইন্টিগ্রাল ক্যালকুলাস এবং ভেক্টর ও টেনসর অ্যানালাইসিস নিয়ে আলোচনা করা হয়েছে। এই
কোর্সের আলোচ্য বিভিন্ন গাণিতিক সমস্যাবলী
বাস্তব জীবনে গাণিতিক সমস্যা সমাধানে দক্ষ করে তুলবে।
৭. একোস্টিক্স এন্ড অপটিক্স
এই কোর্সটিতে মূলত ওয়েভ এবং ওসিলেশন,
সাউন্ড, অপটিক্স এবং স্পেক্ট্রোস্কপি নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ, এর মাধ্যমে
পদার্থবিজ্ঞানের এডভান্স ন্যাচারাল সায়েন্স নিয়ে জানা যায়। আলোচনা করা হয়।
৮. একোস্টিক্স এন্ড অপটিক্স ল্যাব
কোর্স
একোস্টিক্স এন্ড অপটিক্স কোর্স এর
উপর ভিত্তি করে ল্যাব এক্সপেরিমেন্টগুলো করানো হয়। এক্সপেরিমেন্ট ছাড়াও ল্যাব
পারফরম্যান্স টেস্ট, কুইজ, ভাইভা, ল্যাব রিপোর্ট এর উপরেও গ্রেডিং করা হয়।
৯. ইঞ্জিনিয়ারিং ড্রইং
এই কোর্স এর মাধ্যমে বেসিক
ইঞ্জিনিয়ারিং ফরম্যাট, কনসেপ্ট এবং টুলগুলোর সাথে পরিচিত হওয়া যায়।
ইইই ১ম সেমিস্টার পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য ক্লাসে উপস্থিতি, সকল ক্লাস টেস্টে অংশগ্রহণ করা, এসাইনমেন্ট ঠিকঠাক সময়ে সাবমিশন করা, পরিকল্পনামাফিক পড়াশোনা, নোট করা, গ্রুপ স্টাডি, কোনো প্রজেক্ট থাকলে সময় দিয়ে সেটা কমপ্লিট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ই-পেপার লিংকঃ দৈনিক বাংলা, ২৯ ডিসেম্বর ২০২২
আলভি আহমেদ, সহ-প্রতিষ্ঠাতা, ম্যাথট্রনিক্স
Mon, 09 Jan 2023
Mon, 09 Jan 2023
Leave a comment